মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকেই ফেলিসিও, দলে একাধিক বদলের ইঙ্গিত কুয়াদ্রাতের

Sampurna Chakraborty | ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ৩২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগেও যে দল টগবগ করে ফুটছিল, হঠাৎই শিবিরে চিন্তার কালো মেঘ। উদ্বিগ্ন কার্লেস কুয়াদ্রাত।‌ একটা হার বদলে দিয়েছে গোটা চিত্র। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। কার্ড সমস্যায় নেই দলের সেরা ফুটবলার এবং অধিনায়ক ক্লেইটন সিলভা। চোটের জন্য একসপ্তাহ পাওয়া যাবে না সল ক্রেসপোকে। চোট রয়েছে পার্দোর। তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সোমবার প্রাক ম্যাচ প্রস্তুতিতে দলের সঙ্গে অনুশীলন করেননি পার্দো। বসে থাকতেই দেখা যায় তাঁকে। দেখে মনে হচ্ছে মুম্বই ম্যাচে পাওয়া যাবে না পার্দোকে। সেটা হলে তিন বিদেশি নিয়েই নামতে হবে ইস্টবেঙ্গলকে। তারমধ্যে দুই বিদেশি নবাগত। সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিক্টর ভাসকুয়েজ এবং ফেলিসিও ব্রাউন ফোর্বস। তারমধ্যে দ্বিতীয়জন বিনা প্র্যাকটিসে মাঠে নেমেই গোল পেয়েছেন। ক্লেইটন‌ সিলভার অনুপস্থিতিতে জার্মান-কোস্টারিকানই ভরসা কুয়াদ্রাতের। ম্যাচের শুরু থেকেই খেলবেন ফেলিসিও। মাঝমাঠের দায়িত্ব দেওয়া হতে পারে মেসির প্রাক্তন সতীর্থকে। রক্ষণে হিজাজি। কিন্তু ডিফেন্স নিয়ে মোটেই খুশি নন কুয়াদ্রাত। আগের দিন বিরতিতে হিজাজির সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় তাঁকে। সোমবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে রক্ষণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ কুয়াদ্রাতের। সুপার কাপে যে রক্ষণ সংগঠনের জন্য বাহবা দেওয়া হচ্ছিল, আচমকা সেটাই নড়বড়ে।‌ শেষ দু"ম্যাচে পাঁচ গোল হজম করেছে ইস্টবেঙ্গল। তাই কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন রক্ষণে বেশ কিছু পরিবর্তন হবে। একইসঙ্গে আইএসএলের সূচি নিয়েও সমালোচনা করেন। কুয়াদ্রাত বলেন, "দলে বেশ কয়েকটা পরিবর্তন করব। রোটেশন পদ্ধতিতে খেলাব। বাকিরাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। পার্দোর চোট আছে। আমাদের একটানা ম্যাচ খেলতে হচ্ছে। যার ফলে দলে চোট বাড়ছে। এক মাসে আটটা ম্যাচ খেলতে হবে। জানি না এমন ক্যালেন্ডার কেন বানানো হয়। অক্টোবরে মাত্র দুটো ম্যাচ হয়েছে, নভেম্বরেও তাই। আমাকেই দলের প্লেয়ারদের সুরক্ষিত রাখতে হবে। ভাবতে হবে আমাদের দশটা ফাইনাল বাকি আছে। প্লে অফের ছাড়পত্র পাওয়া আমাদের প্রাথমিক টার্গেট। রক্ষণ নিয়ে আমি একেবারেই আত্মবিশ্বাসী না। কয়েকদিন আগেও আমাদের রক্ষণ সংগঠন ভাল ছিল। ধারাবাহিকতা ছিল। মানসিকভাবেও শক্তিশালী ছিল। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। নুঙ্গার মতো একজন প্লেয়ারকে একমাস না পাওয়া দলের বড় ক্ষতি। ওখানে অন্য ফরমেশন, স্টাইলে খেলতে হয়েছে ওকে। আবার আমার স্টাইল রপ্ত করতে সময় লাগবে।"

ক্লেইটনের অনুপস্থিতি যে তাঁদের কাছে বড় সেটব্যাক, মেনে নিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। তবে বুদ্ধিদীপ্ত ফুটবলে পজিটিভ রেজাল্টের আশায় তিনি। একটাই স্বস্তি, কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন শৌভিক চক্রবর্তী। কুয়াদ্রাত বলেন, "ক্লেইটনের না থাকা অবশ্যই বড় ক্ষতি। তাও আমরা পজিটিভ রেজাল্টের চেষ্টা করব। আমাদের বুদ্ধি করে খেলতে হবে। আমাদের দল হিসেবে খেলতে হবে। এই ম্যাচের আগে প্রস্তুতির জন্য মুম্বই ন"দিন সময় পেয়েছে। ওরা পয়েন্টের জন্য ঝাঁপাবে। সেখানে আমরা মাত্র দু"দিন সময় পাচ্ছি। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আমাদের আবার খেলতে হবে।" গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েই বিনা প্র্যাকটিসে মাঠে নেমে পড়েন ফেলিসিও ব্রাউন ফোর্বস। গোলও পান। সবে সোমবার দলের সঙ্গে প্র্যাকটিস করেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন। এত অল্প সময়ের মধ্যে কুয়াদ্রাতের স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই দাবি স্প্যানিশ কোচের। কুয়াদ্রাত বলেন, "আমি কখনও এক ফরমেশনে খেলাই না। বিভিন্ন স্টাইলে খেলাই। ক্লেইটনকেও বিভিন্ন পজিশনে খেলিয়েছি। ফেলিসিও দলের সঙ্গে যোগ দিয়েই আমাদের সাহায্য করেছে। আশা করছি পরের ম্যাচগুলোতেও তাই হবে। ওর পরিবার কোস্টারিকান। স্প্যানিশও বলতে পারে। মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।" অন্য দেশ। টাইম জোন আলাদা। ভারতে পা রেখেই গোল। এত তাড়াতাড়ি মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না ফেলিসিওর? তিনি বলেন, "সময়ের পার্থক্যের জন্য কিছুটা সমস্যা হচ্ছিল। তবে আমি পেশাদার প্লেয়ার। মানিয়ে নিতেই হবে। আমি ভারতে ভাল অভ্যর্থনা পেয়েছি। প্লেয়াররা সবাই ইংরেজি বলতে পারে। তাই সমস্যা হচ্ছে না। ইস্টবেঙ্গলের প্রচুর সমর্থক। প্রথম ম্যাচে গোল পেয়ে স্বাভাবিক ভাবেই ভাল লাগছে। যদিও আমরা জিততে পারিনি। আমি নিজের সেরাটা দেব। প্রাথমিক লক্ষ্য, দলকে প্লে অফে তোলা।" সমসংখ্যক ম্যাচ খেলে দু"দলের মধ্যে পয়েন্ট পার্থক্য দশ। ঘরের মাঠে যাবতীয় প্রতিকূলতা জয় করে প্রত্যাবর্তন করতে পারবে কি কুয়াদ্রাতের দল? 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দেখিয়ে দিলাম আমরা ম্যাচ উপহার দিতে আসিনি, বলেন মহমেডান কোচ...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

আলাদিনের 'আশ্চর্য' গোলে অভিষেকে নিশ্চিত পয়েন্ট হাতছাড়া মহমেডানের...

একাধিক নজিরের সামনে বিরাট, বাংলাদেশ সিরিজে কোন কোন রেকর্ড ভাঙবেন কিং কোহলি...

সময় নষ্ট নয়, ভারতে এসেই অনুশীলন শুরু করে দিল বাংলাদেশ ...

অনুশীলনে চেন্নাইয়ের পাঁচিল ভেঙে ফেললেন কোহলি! ভাইরাল হল ভিডিও...

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন না গিল? ফিরছেন কবে? ...

রবিবাসরীয় দুপুরে বড় চমক! পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজকে সই করাল মোহনবাগান...

সিএবির অনুষ্ঠানে চাঁদের হাট, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতই ফেভারিট, জানালেন সামি...

চুংনুঙ্গার লালকার্ড, হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বাংলাদেশের সাড়ে ছয় ফুটের পেসারকে সামলানোর কী বিশেষ কৌশল নিচ্ছেন রোহিত-বিরাটরা? ...

বিরাট কোহলি নাকি এমএস ধোনি? প্রিয় ক্রিকেটারের নাম জানালেন প্যারা অলিম্পিকে সোনাজয়ী নভদীপ সিং...

'মুম্বইয়ের লেভেলে এখনও যেতে পারিনি', জেতা ম্যাচ ড্র করে আর কী বললেন বাগান কোচ? ...

আইএসএলেও ডুরান্ড ফাইনালের পুনরাবৃত্তি, উদ্বোধনী ম্যাচে আটকে গেল মোহনবাগান...

রাত পোহালেই মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচের আগে কী বললেন ভারত অধিনায়ক?...

বাদ কোহলি-ধোনি, সেরা হিসেবে কাকে বেছে নিলেন যুবরাজ?...

রায় খারিজ, শনিবার ফের শুনানি, আনোয়ার জট ক্রমশ জটিল হচ্ছে ...



সোশ্যাল মিডিয়া



02 24